কোন ধরনের ওয়েব হোস্টিং কোন ধরনের ওয়েব ওয়েবসাইটের জন্য

এখন জানা যাক কোন ধরনের ওয়েব হোস্টিং কোন ধরনের ওয়েব ওয়েবসাইটের জন্য???

প্রথমে আমাদের জানতে হবে আমরা যে ওয়েবসাইট হোস্টিং করাতে চাইতেছি সেটার কিছু বিষয়ঃ
১। সেটি কি ধরনের ওয়েবসাইট কোডিং ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে (যেমন পিএইচপি, ডট নেট, J2EEE)?
২। এর জন্য প্রাথমিকভাবে আনুমানিক কত ওয়েব স্পেস দরকার?
৩। ওয়েব স্পেস কি ভবিষ্যতে বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে?
৪। যদি বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে, তাহলে প্রতি দিন বা প্রতি মাসে বা প্রতি বছর আনুমানিক কি পরিমান বৃদ্ধি পেতে পারে?
৫। ওয়েবসাইটে প্রাথমিকভাবে প্রতি ঘন্টায় বা প্রতি দিন বা প্রতি মাসে আনুমানিক কত জন পরিদর্শক হতে পারে?
৬। প্রতি দিন বা প্রতি মাসে আনুমানিক কি হারে পরিদর্শক বৃদ্ধি পেতে পারে?
৭। ওয়েবসাইটে কি অর্থের লেনদেনের বেপার আছে কি না?

২নং থেকে ৬নং পযর্ন্ত প্রাথমিকভাবে আনুমানিক ধরে নিতে হবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন টুলস ব্যবহার করে নিয়মিত মনিটর করতে হবে।